খান মোঃ আঃ মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেটসহ একজনকে আটক করেছে পুলিশ।
বুধবার বিকেলে উপজেলার নাফানগর ইউনিয়নের ডহরা ব্রিজের উত্তর পাশে পাকা রাস্তায় এ অভিযান পরিচালনা করা হয়।
থানা সূত্রে জানা গেছে, মাদকের বেচাকেনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বোচাগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান জাহিদ সরকারের নির্দেশে বিকাল আনুমানিক সাড়ে ৬টার দিকে এএসআই কাউসার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানে যান। অভিযানে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার নিয়ামতপুর গ্রামের মৃত মন্টু মিয়ার পুত্র মোঃ আকবর আলী (৩৫) কে আটক করা হয়।
পুলিশ জানায়, আটককৃত আকবর আলীর দেহ তল্লাশি করে ৩০ পিস নিষিদ্ধ টাপেন্টা ডল ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে বোচাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
বোচাগঞ্জ থানা পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা