খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিজিবির অভিযানে ৩৯৪ বোতল ফেন্সিডিলসহ মো. নুরুল মিয়া নামে এক চিহ্নিত মাদক কারবারিকে আটক করা হয়েছে।
শুক্রবার গভীর রাতে উপজেলার ৫নং ছাতইল ইউনিয়নের পরমেশ্বরপুর বিওপি ক্যাম্পে কর্মরত বিজিবি সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ তেত্রা ঢোলডাঙ্গী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
জানা যায়, মৃত মহির উদ্দিনের পুত্র নুরুল মিয়ার বাড়িতে কিছু মাদক কারবারি মাদক বেচাকেনা করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে ৩৯৪ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।
শনিবার সকাল ৯টায় জব্দকৃত ফেন্সিডিলসহ আটক ব্যক্তিকে বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসান জাহিদ সরকারের নিকট হস্তান্তর করা হয়। বোচাগঞ্জ থানা পুলিশ নিয়মিত মামলা দায়ের করে গ্রেফতারকৃত নুরুল মিয়াকে দিনাজপুর কারাগারে প্রেরণ করেছে।
এ ঘটনার মাধ্যমে মাদকবিরোধী অভিযানের অগ্রগতি এবং জনসাধারণের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিজিবির প্রচেষ্টার প্রশংসা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা