

খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। সমবায় উন্নয়নে দেশের সামগ্রিক অগ্রগতির কথা তুলে ধরে অনুষ্ঠানে বিভিন্ন আলোচকগণ বক্তব্য প্রদান করেন।
উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এতে বিশেষ অতিথি হিসেবে স্থানীয় বিভিন্ন সমবায় সমিতির প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা সমবায় আন্দোলনের গুরুত্ব, চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বিষয় নিয়ে আলোচনা করেন। তারা সমবায়ের মাধ্যমে আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক সমতা প্রতিষ্ঠার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা, শিক্ষকবৃন্দ এবং স্থানীয় জনগণ। অনুষ্ঠানটি পরবর্তীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।
জাতীয় সমবায় দিবস উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানের মাধ্যমে স্থানীয় জনগণের মধ্যে সমবায়ের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং আগামীতেও সমবায় উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা