বশির আলমামুন, চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে ডোবায় ডুবে রিশাত নামের চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার সকাল ১০টার দিকে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আকুবদণ্ডী গ্রামে এ ঘটনা ঘটে। রিশাত ওই গ্রামের মো. রিপনের ছেলে।
শিশুটির চাচা মো. রুবেল জানান, সকালে খেলতে গিয়ে বাড়ির পাশের এক ডোবায় পড়ে যায় রিশাত। প্রথমে না পেলেও পরে খোঁজাখুঁজির একপর্যায়ে ডোবা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক খায়রুন মারজান বলেন, রিশাত নামের এক শিশুকে হাসপাতালে আনা হয়। তাকে পরীক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করা হয়েছে। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে বলে জানান এ চিকিৎসক।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা