সালমান হোসাইন, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের ৪ দিন পর দুই মাদ্রাসাছাএীর লাশ উদ্ধার করা হয়েছে। তাদেরকে মাদ্রাসার এক শিক্ষক হত্যা করেছেন বলে তাদের স্বজনরা অভিযোগ করছেন।
মঙ্গলবার সকালে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সাদেকপুরের একটি পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন- সদর উপজেলার কালিসীমা গ্রামের বিল্লাল মিয়ার মেয়ে নাঈমা(১৫) ও সাদেকপুর গ্রামের আবদুল বারেক মিয়ার মেয়ে মায়মুনা বেগম(১৪)।
নিহত নাঈমার বোন রুনাসহ স্থানীয় এলাকাবাসী জানান, শুক্রবার সন্ধ্যা থেকে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। মাদ্রাসার শিক্ষক জোনায়েদ তাদের মেরে লাশ স্থানীয় একটি পুকুরে ফেলে রাখে। আজ সকালে লাশ ভেসে উঠলে এলাকার লোকজন মাদ্রাসায় জানালে তাদের পরিবারকে খবর দেয়। তাদের করে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ওসি মোজাফফর হোসেন জানান, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা