আমজাদ চৌধুরী রুনু, ব্রাহ্মণবাড়িয়া : কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় চ্যানেল এস এর উদ্বোধনী উৎসব পালিত হয়।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব মিলনায়তনে এই উৎসব অনুষ্ঠিত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব এর ভারপ্রাপ্ত সভাপতি মো. জসিম উদ্দিনের সভাপতিত্বে ও প্রেসক্লাবের সহ সভাপতি নিয়াজ মো. খান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. সোনাহর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহাদাৎ হোসেন শোভন,সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য এম এ এইচ মাহবুব আলম, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাধারণ সম্পাদক বাহারুল মোল্লা, ব্রাহ্মণবাড়িয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলাম হোসাইন,প্রেস ক্লাব এর সাবেক সভাপতি ও বিটিভির জেলা প্রতিনিধি আরজু, সৈয়দ মিজানুর রেজা,আশুগঞ্জ প্রেস ক্লাব এর সভাপতি মোজাম্মেল হক, ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সাবেক সাধারণ সম্পাদক ও মাই টিভির জেলা প্রতিনিধি আ.ফ.ম কাউসার,আড়াইসিধা কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নূরুল ইসলাম,সিনিয়র সাংবাদিক আবু আব্দুল্লাহ সহ আরও অনেকে। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন চ্যানেল এস এর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি বাবুল সিকদার। এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। পরে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে উপস্থিত অতিথিগণ কেক কেটে জনপ্রিয় স্যাটেলাইট টেলিভিশনে চ্যানেল এস” এর উদ্বোধনী উৎসবটি পালন করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা