মোহাম্মদ রাসেল মিয়া কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন মোহাম্মদ আবদুল আজিজ। তিনি জেলা পরিষদের নির্বাচিত সদস্য ও প্যানেল চেয়ারম্যান। ১৩ জুলাই দুপুরে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন।
মোহাম্মদ আবদুল আজিজ ছাত্রজীবন থেকে রাজনীতির সঙ্গে যুক্ত।
জেলা পরিষদের চেয়ারম্যান আল মামুন সরকার চিকিৎসার জন্য বিদেশ গমন করেছেন। তার অনুপস্থিতিতে আগামী ২৪ জুলাই পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন আবদুল আজিজ।
দায়িত্বগ্রহণের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল আজিজ বলেন, পরিষদের চেয়ারম্যান আমাকে ভারপ্রাপ্ত হিসেবে যে গুরুদায়িত্ব দিয়ে গেছেন- তা আমি নিষ্ঠার সঙ্গে পালনে সচেষ্ট থাকব। পরিষদের সকল সদস্য, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়ে সম্মিলিতভাবে পরিষদের কর্মকাণ্ড পরিচালনা করব। আমি চেয়ারম্যানের দ্রুত আরোগ্যের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। পাশাপাশি আমাকে কসবা থেকে নির্বাচিত করা এবং এ পর্যন্ত আসার সুযোগ দেয়ায় আইনমন্ত্রী আনিসুল হকের প্রতি কৃতজ্ঞতা জানাই।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্বগ্রহণের পর পরিষদের সদস্যরা আবদুল আজিজকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় জেলা পরিষদের আরেক প্যানেল চেয়ারম্যান নাসির উদ্দিন, সাধারণ সদস্য শামসুল কিবরিয়া রেজা, সংরক্ষিত সদস্য সোনিয়া আক্তার সূচি ও রুমানুল ফেরদৌসী রুমা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা