মো. আজহার উদ্দিন, স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাত (৫০) ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, আজকে বিকেলে অজ্ঞাত পরিচয়ে এক ব্যক্তি হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হয়। ওই ব্যক্তি এক ঘন্টা চিকিৎসার পর সন্ধ্যার দকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ।
হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সাইদুর রহমান জানান, শ্বাসকষ্টজনিত ও হৃদরোগের সমস্যায় ওই ব্যক্তির মৃত্যু হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ সালাউদ্দিন খাঁন নোমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত বলেন, আজকে অচেতন এক ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছিল। আজকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ব্যক্তির পরিবারের কোন খোঁজখবর মিলেনি। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা