খাঁন মো. আ. মজিদ, দিনাজপুর: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার দক্ষিণ তেতরা এলাকা থেকে ভারতীয় পণ্যসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, বুধবার সকাল আনুমানিক ৭টার সময় দিনাজপুরের পরমেশ্বরপুর বিজিপি ক্যাম্পের টহল দল বিশেষ সিভিল সূত্রের তথ্যের ভিত্তিতে একটি অভিযান পরিচালনা করে। অভিযানে বোচাগঞ্জ উপজেলার ৩ নং মুর্শিদহাট ইউনিয়নের বাসিন্দা আনন্দ চন্দ্র রায়ের পুত্র সুমন চন্দ্র রায়কে আটক করা হয়।
অভিযানটি পরিচালিত হয় ৫ নং ছাতইল ইউনিয়নের দক্ষিণ তেতরা এলাকা থেকে। বিজিবি সদস্যরা তার কাছ থেকে অবৈধভাবে আনা ভারতীয় পণ্য জব্দ করেন। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদক ও চোরাচালানের অভিযোগ আনা হয়েছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিত চলবে। এ ঘটনায় পরমেশ্বরপুর বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে স্থানীয় জনগণ বিজিবির এই উদ্যোগের প্রশংসা করেছে এবং সীমান্ত এলাকায় আরও কঠোর নজরদারির আহ্বান জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা