আতিকুর রহমান, কুড়িগ্রাম উত্তর: বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সা.)-কে ভারতীয় পুরোহিত কর্তৃক কটূক্তি ও ধর্মীয় অনুভূতিতে আঘাতে বিজেপি নেতার সমর্থনের প্রতিবাদে সমাবেশ করেছেন সাধারণ শিক্ষার্থী ও তৌহিদী জনতা।
রোববার দুপুরে কলেজ মোড় থেকে মিছিল বের করে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমাবেশ করেন তারা।
বিশ্ব নবীকে কটূক্তির নিন্দা জানিয়ে শিক্ষার্থীরা বলেন, মানবতার শ্রেষ্ঠ মহামানব হযরত মোহাম্মদ (সা.)-কে অপমান করার মধ্যে দিয়ে মানবতার আদর্শকে অপমান করা হয়। পৃথিবীর কোনো ধর্মই অন্য ধর্মকে কটূক্তি করতে শেখায় না। যারা এসব করে তারা উগ্র। এসব ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাই।
বক্তব্যে মাওলানারা বলেন, বারবার দেখতে পাওয়া যাচ্ছে যে ভারতে শাসকগোষ্ঠী বিজেপি দ্বারা সংখ্যালঘুরা বিশেষ করে মুসলিমরা নির্যাতনের শিকার হচ্ছে। নিজেদের ভোট ব্যাংক ভারি করার জন্য বিজেপি ইচ্ছেকৃতভাবে ধর্মীয় বিদ্বেষ উসকে দিচ্ছে। এমনকি দিন দিন ভারতে সংখ্যালঘু নির্যাতন বৃদ্ধি পাচ্ছে। এজন্য আমরা চাই ভারতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিত করা হোক এবং ধর্মীয় উগ্রপন্থিদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মুহাম্মদ রিয়াদ বলেন, রাসুলুল্লাহ (সা.) পৃথিবীর ১৭০ কোটি মুসলিমের শ্রদ্ধা এবং ভালোবাসার পাত্র। তার অবমাননায় আমরা ব্যথিত হই। তাই যতবারই আল্লাহর রাসুলকে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হবে আমরা এর প্রতিবাদ জানাবো।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা