এ এম আব্দুল ওয়াদুদ, শেরপুর: ভারতে হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক মহানবী(সাঃ) কে কটূক্তি এবং তার সমর্থনকারী বিজিবি নেতা নিতেশ নারায়ণের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন শেরপুরের মুসল্লিরা।
শনিবার দুপুরে জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা কর্তৃপক্ষ এবং শহরের সর্বস্তরের মুসল্লিদের আয়োজনে শহরের তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করা হয়।
পরে মাদ্রাসা প্রাঙ্গনে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ইমাম সমিতির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, তেরা বাজার জামিয়া সিদ্দিকিয়া মসজিদের মুহতামিম মাওলানা সিদ্দীক আহমেদ, মাদ্রাসার শিক্ষা সচিব আলহাজ্ব মো. হযরত আলী, ইমাম মাহবুবুল আলম প্রমুখ।
এ সময় বক্তারা ভারতের পুরোহিত এবং মহানবী (সাঃ) কে কটুক্তি করার সমর্থনকারী বিজেপি নেতা নিতেশ নারায়ণের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবি তোলা হয়।
এ সময় অন্যান্য মধ্যে তেরাবাজার জামিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার আহ্বায়ক প্রভাষক মো. শফিউল আলম চান, মাওলানা আহসানুল্লাহ, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা আব্দুস সাত্তার আজিজী, মাওলানা মো. আনাস আলী, মাওলানা সামছদ্দিন সহ সর্বস্তরের মুসল্লিরা উপস্থিত ছিলেন। সমাবেশের বক্তারা ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানায়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা