আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় জবরদখল আর দূষণে অস্তিত্ব সংকটে থাকা ‘লাউতি খাল’ উদ্ধার কার্যক্রম শুরু করেছে উপজেলা প্রশাসন।
শনিবার দুপুরে অভিযান চালিয়ে পৌরসভার কাঠালী এলাকায় লাউতি খালের অংশ উদ্ধার করা হয়েছে।
পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান'র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
স্থানীয়রা জানায়, একসময় এই খাল দিয়ে নৌকা চলাচল করতো। কিন্তু বিভিন্ন শিল্প কারখানা মাটি ভরাটের মাধ্যমে খাল জবরদখল করে ফেলে। প্রশাসনের উদ্ধার কার্যক্রমকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।
এদিকে ভালুকা পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) ফারহান লাবীব জিসান বলেন, মাটি ভরাট করে অনেক অংশে দীর্ঘদিন যাবৎ পানি প্রবাহ আটকে ছিলো। নদীর নাব্যতা ফিরতে আনাসহ স্থানীয়দের ভোগান্তি লাগবে পৌর ও উপজেলা প্রশাসনের উদ্যোগে উদ্ধার কাজ শুরু হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা