ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় এক আ'লীগ নেত্রীর বিরুদ্ধে বনের জায়গা দখল করে সীমানা প্রাচীর নির্মাণের অভিযোগ উঠেছে।
জানা যায়, উপজেলার হবিরবাড়ী মৌজার ১৮৫ নং দাগে জবর-দখলের উদ্দেশ্যে সীমানা প্রাচীর নির্মাণ করছেন আ'লীগ নেত্রী ও ভালুকা উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা সুলতানা মুন্নি।
স্থানীয়দের দাবি, ভালুকা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মফিজ উদ্দিনের মেয়ে এই মাহমুদা সুলতানা মুন্নি তৎকালীন আ'লীগ সরকারের ক্ষমতার দাপট, মুক্তিযোদ্ধা কমান্ডারের প্রভাব খাটিয়ে বহু জমি দখলের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে প্রশাসনে এবং বনবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে সখ্যতা গড়ে তুলে দরিদ্র ও অসহায়দের জমি দখল করতেন তিনি।
৫ আগস্ট আ'লীগ সরকারে পতনের পর বিএনপির বিভিন্ন নেতাদের সাথে সখ্যতা গড়ে তুলে আবারও বনভূমি জবর-দখল করেছেন এই মুন্নি।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজনের দাবি, মুন্নির এই জবর-দখল খেলায় তার আত্মীয়-স্বজনদেরও ছাড় দেননি তিনি। মুন্নির ক্ষমতার উৎস কি সেটা জেনে তার দখল-বাণিজ্য বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রশাসনের প্রতি আহবান জানান সংশ্লিষ্ট এলাকাবাসী।
এ ঘটনায় ভালুকা রেঞ্জ কর্মকর্তা হারুনুর রশিদ খান বলেন, বিষয়টি জেনেছি। তাকে কাগজপত্র নিয়ে আসতে বলা হয়েছে। কাগজ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা