আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): এক সময়ের তুমুল আলোচিত ও সুস্থ্য বিনোদন ঘোড়া দৌড় প্রতিযোগীতা; যা আজ বিলুপ্ত প্রায়। গ্রাম বাংলার ঐতিহ্যকে ধারন করে ময়মনসিংহের ভালুকায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে উপজেলার বিরুনীয়া সায়েদুর রহমান স্কুল এন্ড কলেজে মাঠে এ আয়োন করা হয়।
অনুষ্ঠানে প্রতিষ্ঠানের দাতা ও প্রতিষ্ঠাতা এবং নেত্রকোনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ওসি সায়েদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাজসেবক ও রাজনীতিবিদ ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।
এছাড়াও উদ্ধোধক হিসেবে উপস্থিত ছিলেন সায়েদুর রহমান স্কুল এন্ড কলেজের সভাপতি সুরাইয়া বেগম, বিশেষ অতিথি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক রুহুল আমিন মাসুদ, সদস্য আনোয়ার উদ্দিন আহমেদ, সাবেক ইউপি চেয়ারম্যান আঃ কাইয়ুম রিপন সরকার সহ আরও অনেকে।
এ সময় গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্যবাহী ঘোড়া দৌড় খেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা অংশ নেয়। পরে বিজয়ীদের মধ্যে পর্যায়ক্রমে পুরস্কার বিতরণ করা হয়।