
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২, ২০২৫, ১১:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৩, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
ভালুকায় প্রতারণার মাধ্যমে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ

মোঃ আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের ভালুকায় প্রতারণার মাধ্যমে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোঃ হায়দার আলী (৪৭) এর বিরুদ্ধে। অভিযুক্ত হায়দার উপজেলার উথুরা ইউনিয়নের চামিয়াদী এলাকার মৃত কাশেম এর ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, চামিয়াদী মৌজার ৩১৩ নং দাগে ৭ কাঠা জমি মোছাঃ রেজিয়া খাতুন তার স্বামী মৃত আফতাব উদ্দিন এর নিকট থেকে ক্রয় করেন। অভিযুক্ত হায়দার জমি খারিজ করিয়ে দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে জমিটি তার নিজের নামে রেজিস্ট্রী করে নেয়। এতে রেজিয়া খাতুনের কন্যা শিল্পী আক্তার হায়দারের সাথে মোবাইল ফোনে যোগযোগ করলে, তিনি একেক সময় একেক ধরনের আশ্বাস দেন। পরে হয়দার আলী প্রতারণার বিষয়টি সম্পূর্ণভাবে অস্বীকার করেন।
শিল্পি আক্তার আরও বলেন, অভিযুক্ত হায়দার আমাদের পরিবার কিংবা রক্তের কেউ না। তবে সে কীভাবে আমার মায়ের কাছ থেকে দানপত্র দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রী করে নেয়? এটা আমার বোধগম্য নয়। পরে শিল্পি আক্তার বাদী হয়ে অভিযুক্ত হায়দারের বিরুদ্ধে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শামছুল হুদা জানান, থানায় লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনী ব্যবস্থা প্রক্রিয়াধীন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা