আল আমিন, ভালুকা (ময়মনসিংহ) : ময়মনসিংহের ভালুকায় সেনাবাহিনীর টহল চলাকালে দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাতে ভালুকা আর্মি ক্যাম্পের নিয়মিত টহল পরিচালনার সময় ভালুকা উপজেলার ভরাডোবা ইউনিয়নের রাংচাপড়া এলাকায় কিছু লোক সেনাবাহিনীর টহল গাড়ী দেখে দৌড়ে পালানোর চেষ্টা করে। তাদের অস্বাভাবিক আচরণ দেখে টহল কমান্ডার মেজর মো. নোমান মুনসির সন্দেহ হলে টহল সদস্যদেরকে তাদের ধরার জন্য নির্দেশ দেয়। টহল টিমের সদস্যরা মো. জামাল উদ্দিন (৫২) ও মো. রবিউল উদ্দিন (২৫) নামের দুইজনকে আটক করে। এসময় তাদের তল্লাশি করে ২ কেজি গাঁজা ও ৫ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে টহল কমান্ডার তাদেরকে ভালুকা মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।
সেনাবাহিনীর কমান্ডার মেজর মো. নোমান মুনসি জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। যুব সমাজকে মাদকের হাত থেকে বাঁচাতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা