নিজস্ব প্রতিবেদক : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের সঙ্গী হিসেবে ভুটানের উদ্দেশে রওনা হয়েছেন। রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক বাংলাদেশে তার চার দিনের সরকারি সফর শেষে আজ দেশে ফিরে গেছেন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ইফতেখার হোসেন বাসসকে জানান, ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুক এবং প্রতিমন্ত্রী আরাফাত আজ বিকেলে কুড়িগ্রামের সোনাহাট স্থলবন্দর ত্যাগ করেন।
ইফতেখার বলেন, মোহাম্মদ আলী আরাফাত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকের আমন্ত্রণে সড়ক পথে ভুটানে গিয়েছেন এবং রোববার তিনি দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা