নুরুল আমিন, ভুরুঙ্গামারী: কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের এক ক্ষুদ্র কৃষকের পাকা ধান কেটে দিলেন উপজেলা আনসার ও ভিডিপি সদস্যগণ ।
বুধবার সকাল সাড়ে ১০টার দিকেয় উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী ব্লকের মো. রুহুল আমিন, পিতা আবু বক্কর গ্রাম ছোটখাটামারী গোডাউন পাড়ায় তার এক বিঘা জমির পাকা ধান কেটে দেন উপজেলা আনসার ও ভিডিপি সদস্যগণ।
আমন মৌসুমের শুরুতে উন্নত জাতের বীজ উৎপাদনের জন্য রুহুল আমিনকে একদিনের প্রশিক্ষণ দেওয়া হয় এবং রোপা আমন ধানের বীজ উৎপাদন প্রদর্শনীর জন্য ভুরুঙ্গামারী উপজেলা কৃষি অফিসের কৃষি সম্প্রসারণের আওতায় খরিফ মৌসুমে ২/২৩-২৪ অর্থবছরের বরাদ্দের আওতায় ব্রিধান- ৯৩ জাতের ৫ কেজি বীজ, এমওপি সার ১০ কেজি, ডিএপি সার ১০ কেজি এবং বোরণ ও জিংকসার এক কেজি প্রদান করা হয়।
মৌসুম শেষে ধান পেকে গেলে রুহুল আমিন উচ্চ মূল্যে লেবার বা কামলা না নিতে পারার সংবাদটি উপজেলা আনসার ভিডিপি কমান্ডারের নিকট পৌচ্ছালে আনসার ভিডিপি ডিজিএম মহোদয়ের পূর্ব ঘোষনা অনুযায়ী কুড়িগ্রাম জেলা আনসার ভিডিপি কমান্ডারের উদ্যোগে ভুরুঙ্গামারী উপজেলা আনসার ভিডিপি প্রশিক্ষক মো. মাইদুল ইসলাম মুরাদের নেতৃত্বে উপজেলার সকল ভাতাভোগী আনসার সদস্যগণ স্বেচ্ছাশ্রমে এক বিঘা জমির(৩৩শতক) ব্রিধান - ৯৩ কর্তন করে দেন।
এ সময় জমির মালিক রুহুল আমিন, আনসার ভিডিপি প্রশিক্ষক মাইদুল ইসলাম মুরাদ সহ জয়মনিরহাট ইউনিয়নের দায়িত্বে নিয়োজিত (SAAO) উপ-সহকারি কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম, লিট ফার্মার মাসুদ তালুকদার, উপজেলা প্রেসক্লাব ভুরুঙ্গামারীর সাংগঠনিক সম্পাদক সাংবাদিক এস এম নুরুল আমি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ জনসাধারণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা