
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৩:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৬, ২০২৫, ৯:২৮ অপরাহ্ণ
ভুরুঙ্গামারীতে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান উদযাপিত

নুরুল আমিন, ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলায় জুলাই পুনর্জাগরণ উপলক্ষ্যে সমাজ গঠনে লাখো কন্ঠে শপথ পাঠ (ভাচুর্য়াল) সামাজিক নিরাপত্তা, নারী ও শিশুর সুরক্ষা এবং সাম্যতার মানবিক দর্শন বিষয়ক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে উপজেলা প্রশাসন, সমাজসেবা কার্যালয় ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্রের সভাপত্বিতে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শামসুজ্জামান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা সমন্বয়ক রোকনুজ্জামান রোকন, যুগ্ন আহবায়ক ইয়াকুব রহমান শ্রাবণ, জুলাই আহত যোদ্ধা মফিজুল ইসলাম, জুলাই কন্যা রাজিয়া ফারিহা রোদ্দুর, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মানিক, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক মাহফুজ কিরন, ইসলামী আন্দোলনের উপজেলা সেক্রেটারি এসএম মনিরুজ্জামান, জামায়াতে ইসলামীর সহ-সম্পাদক মিজানুর রহমান ও বিএনপির সাবেক উপজেলা সভাপতি কাজী গোলাম মুস্তফা, অফিসার ইনচার্জ আল হেলাল মাহমুদ। এর আগে অনলাইনে যুক্ত হয়ে জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ পাঠ করা হয়।
পরে উপজেলা শিল্পকলা একাডেমি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জুলাই আহত যোদ্ধা, বীর মুক্তিযোদ্ধা, সংবাদিক ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা