
কবির হোসেন, টাঙ্গাইল: টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার বালু মহল ও ঘাটকে কেন্দ্র করে সম্প্রতি বিভিন্ন অনলাইন ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত একটি সংবাদে মোখলেছুর রহমান মোখলেছসহ কয়েকজন রাজনৈতিক ব্যক্তিকে অবৈধ বালু উত্তোলন, ঘাট নিয়ন্ত্রণ ও প্রশাসনকে ম্যানেজ করার অভিযোগ করে সংবাদ প্রকাশ করা হয়েছে।
এ বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগসমূহকে উদ্দেশ্যমূলক ভিত্তিহীন ও মানহানিকর বলে দাবি করেছেন।
সরেজমিনে খোঁজ-খবর নিয়ে একাধিক ঘাট মালিকের সাথে কথা বলে মোখলেছুর রহমানের নামে ৪০টি ঘাট নিয়ন্ত্রণ ও ঘাট মালিকনার কোনো সত্যতা পাওয়া যায় নাই।
অভিযোগে উল্লেখিত ঘাট মালিক আলম মন্ডল বলেন, মোখলেছুর রহমানের নামে ৪০টি ঘাট নিয়ন্ত্রণ শিরোনামে খবর প্রকাশ করা হয়েছে যা মিথ্যা, ভিত্তিহীনও ষড়যন্ত্রমূলক। মোখলেছুর রহমান কোনো বালুর ঘাটের মালিক অথবা বালুর ঘাটে নিয়ন্ত্রনের সাথে সম্পৃক্ততা নাই। আমি এই মিথ্যা, বানোয়াট, ভিত্তিহীন নিউজের বিরুদ্ধে প্রতিবাদ জানাই।
আরেক ঘাট মালিক আকবর প্রামাণিক বলেন, অবৈধ বালু উত্তোলন বা ঘাট নিয়ন্ত্রণের সাথে জড়িত নন মোখলেছুর রহমান। তার নামে ইচ্ছাকৃতভাবে বিভ্রান্তিকর তথ্য ও রাজনৈতিকভাবে হেয় করার জন্য এই মিথ্যা তথ্য ছড়ানো হয়েছে। আমি এই মিথ্যা ভিত্তিহীন নিউজের বিরুদ্ধে প্রতিবাদ করছি।
তিনি আরও জানান, যদি ভূঞাপুর উপজেলায় সত্যিকারের কোনো অনিয়ম থাকে, সাংবাদিক এবং প্রশাসনের কাছে আবেদন করছি তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করুন এবং ভিত্তিহীন এই সংবাদ প্রকাশের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি করছি। তদন্ত করে দেখার দায়িত্ব প্রশাসনের কিন্তু যাচাই-বাছাই ছাড়া ব্যক্তির নাম সংবাদে যুক্ত করা সাংবাদিকতার নীতির পরিপন্থী।
ঘাট মালিক হায়দার প্রামাণিক বলেন, মোখলেছের নামে কোন বালুর ঘাট নাই এবং বালুর ঘাট সে নিয়ন্ত্রণ করে না। যে নিউজটি প্রকাশ করা হয়েছে সেটি মিথ্যা বানোয়াট ভিত্তিহীন এই নিউজের বিরুদ্ধে আমি প্রতিবাদ জানাই।
অভিযোগের বিষয়ে মোখলেছুর রহমান মোখলেছ বলেন, আমার বিরুদ্ধে প্রকাশিত অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমি কোনো অবৈধ বালু ব্যবসার সঙ্গে জড়িত নই বা নিয়ন্ত্রণের সাথে আমার কোন সম্পর্ক নাই। প্রকাশিত সংবাদে যেসব তথ্য উল্লেখ করা হয়েছে তার কোনোটিই সত্য নয়। ব্যক্তিগত ও রাজনৈতিকভাবে আমাকে হেয় করার উদ্দেশ্যেই এ ধরনের মনগড়া ও অসত্য তথ্য পরিবেশন করা হয়েছে।
তিনি আরও বলেন, সাংবাদিক এবং প্রশাসনের কাছে আবেদন করছি তদন্ত করে সঠিক তথ্য প্রকাশ করুন এবং ভিত্তিহীন এই সংবাদ প্রকাশের সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনার জন্য জোর দাবি করছি। তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা