মো. মাহফুজুর রহমান বিপ্লব, (ফরিদপুর) : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমপি ভার্চুয়ালি ১৮,৫৬৬ টি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।
এই কার্যক্রম এর মাধ্যমে সারা বাংলাদেশে ১৮,৫৬৬ টি ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর করা হয়।
মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ে ভার্চুয়ালি সংযুক্ত মাধ্যমে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
উক্ত অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন জেলা প্রশাসক মো. কামরুল আহসান তালুকদার, অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম এবং অপস। সিভিল সার্জন মো. সিদ্দিকুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. বাকাহীদ হোসেন, জেলা কমান্ডার, আনসার ও ভিডিপি নাদিরা ইয়াসমিন, অতিরিক্ত প্রশাসক প্রশাসক রমানন্দ পাল (রাজস্ব) পৌর মেয়র অমিতাভ বোস পৌরসভাসহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও ভূমিহীন-গৃহহীন পরিবারের সদস্যবৃন্দ।
এ সময় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ১৬০ টি ভূমিহীন-গৃহহীন পরিবার উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা