পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার : ভূমি খাতে অটোমেশনের মাধ্যমে সেবা সহজিকরণ ও স্বচ্ছতা নিশ্চিত করার লক্ষ্যে আজ ২৬ মে ২০২৫: ব্রাহ্মণবাড়িয়ায় অনুষ্ঠিত হলো “ভূমি সেবা অটোমেশন: বিদ্যমান চ্যালেঞ্জসমূহ ও উত্তরণের পথনকশা” শীর্ষক এক গুরুত্ববহ সেমিনার।
ভূমি মেলার অংশ হিসেবে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ আয়োজনে ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির সংযুক্তি, সেবার মানোন্নয়ন, চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে বিশদ আলোচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, যিনি তার বক্তব্যে বলেন, “ভূমি ব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তর শুধু সময়ের দাবি নয়, এটি জনসেবার একটি মৌলিক রূপান্তর।”
বিশেষ অতিথি উপপরিচালক শঙ্কর কুমার বিশ্বাস বলেন, “স্থানীয় প্রশাসনের সাথে কেন্দ্রীয় সহযোগিতার সমন্বয়েই সম্ভব হবে একটি আধুনিক ও দুর্নীতিমুক্ত ভূমি ব্যবস্থা গড়ে তোলা।”
সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জেসমিন সুলতানা, যিনি বলেন, “ভূমি সেবায় প্রযুক্তির প্রয়োগ এখন আর ভবিষ্যতের স্বপ্ন নয়, বরং বর্তমান বাস্তবতা। আমাদের মূল লক্ষ্য হচ্ছে, প্রতিটি সেবা যেন মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়।”
সেমিনারে বক্তারা তুলে ধরেন, ভূমি সংক্রান্ত সেবার অটোমেশনে এখনও কিছু কাঠামোগত ও প্রযুক্তিগত চ্যালেঞ্জ রয়েছে। বিশেষ করে মাঠপর্যায়ের কর্মীদের প্রশিক্ষণ, অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিকদের ডিজিটাল সেবায় অংশগ্রহণ নিশ্চিত করাকে অগ্রাধিকার দিতে হবে।
সেমিনারটি আয়োজন করে জেলা প্রশাসন, ব্রাহ্মণবাড়িয়া, সহযোগিতায় ছিল ভূমি মন্ত্রণালয়, ভূমি সংস্কার বোর্ড ও ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্প।
সেমিনার শেষে একটি সুস্পষ্ট প্রস্তাবনা তুলে ধরা হয়—যেখানে ভূমি সেবাকে শতভাগ অটোমেটেড করতে দীর্ঘমেয়াদি কৌশল, নিয়মিত তদারকি ও প্রযুক্তিগত সহায়তার ওপর জোর দেওয়া হয়েছে।
এই ধরনের উদ্যোগ শুধু ভূমি ব্যবস্থাপনার আধুনিকীকরণেই নয়, বরং সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে একটি জবাবদিহিতামূলক ও সুশাসনভিত্তিক প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে সহায়ক হবে বলে অভিমত জানিয়েছেন সংশ্লিষ্টরা।
ব্রাহ্মণবাড়িয়াকে ভূমি সেবায় রোল মডেল হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যেই এমন উদ্যোগ বলে জানান আয়োজকগণ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা