নুরুল আমিন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম): কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় সামাজিক সংগঠন আলোকবর্তিকা ভূরুঙ্গামারী ও মোটিভেট ভূরুঙ্গামারীর আয়োজনে শতাধিক শিক্ষার্থীদের নিয়ে সময়নিষ্ঠ হও, সাফল্য পাও- এই প্রতিপাদ্য নিয়ে সেমিনার ও কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
শুক্রবার সকাল ১০ টায় ভূরুঙ্গামারী পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় হল রুমে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
কুইজ প্রতিযোগিতায় ভুরুঙ্গামারী সদর ইউনিয়নের ৪টি প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় মোট ১৩ জনকে বিজয়ী ঘোষণা করা হয় এবং লটারিতে ১০ জন বিজয় অর্জন করে।
উক্ত সেমিনারের মূল আলোচক ছিলেন অধ্যাপক ডা: মো. মেফতাউল ইসলাম মিলন। আলোচনায় তিনি সবাইকে সময়নিষ্ঠতা সম্পর্কে অবগত করেন এবং নিজেদেরকে বিভিন্ন ক্ষেত্রে পরিবর্তন আনার দিকনির্দেশনা প্রদান করেন। শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মোটিভেট ভূরুঙ্গামারীর সভাপতি নাহিদ হাসান প্রিন্স।
এছাড়াও আলোকবর্তিকা উপদেষ্টা প্রভাষক আইনুল হকের সভাপতিত্বে আলোচনায় বক্তব্য রাখেন অধ্যক্ষ বাবুল আক্তার, সহকারী অধ্যাপক মাসুদ আল করিম, প্রভাষক শামসুজ্জোহা সুজন, উপজেলা প্রেসক্লাব সভাপতি ও শিক্ষক আলক্তগীন সরকার খোকন, শিক্ষক লুৎফর রহমান, কোর ভলান্টিয়ার সোহেল রানা, বায়েজিদ বোস্তামী স্বপন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আলোকবর্তিকা সাধারণ সম্পাদক মতিয়ার রহমান মুরাদ।
আয়োজনটি সফল করতে বিশেষ সহযোগিতা করেন আলপনা টেলিকম ভূরুঙ্গামারী। আলোচনা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণীর মাধ্যমে সেমিনার ও কুইজ প্রতিযোগিতার সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা