ইয়ারফাত পাটোয়ারী প্রিয়, ভৈরব (কিশোরগঞ্জ): কিশোরগঞ্জের ভৈরবে স্ত্রী ও দুই শিশু সন্তানকে গলা কেটে ও শ্বাসরোধ করে হত্যার পর ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন জনি চন্দ্র বিশ্বাস (৩০) নামে এক ব্যক্তি।
ঘটনাটি ঘটেছে ভৈরব রানীর বাজার এলাকার শাহজাহান মিয়া নামের এক ব্যক্তির ভবনের সাত তলায়।
মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ ওই বাসা থেকে স্ত্রী নিপা রানী বিশ্বাস (২৫), শিশুপুত্র ধ্রুব বিশ্বাস (৭), কন্যা কথা বিশ্বাস এবং বাবা জনি চন্দ্র বিশ্বাসের লাশ উদ্ধার করে।
কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, পুলিশ ও প্রতিবেশী কেউ বলতে পারছেন না। তবে একটি অসমর্থিত সূত্র জানিয়েছে, অতিরিক্ত ঋণগ্রস্ত হওয়ায় স্ত্রী-সন্তানদের হত্যার পর আত্মহত্যা করতে পারেন জনি।
মৃত জনি চন্দ্র বিশ্বাসের বড় ভাই সমীর চন্দ্র বিশ্বাস জানান, তাদের গ্রামের বাড়ি নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজকান্দি ইউনিয়নের আনারাবাদ গ্রামে। তাদের পিতার নাম স্বর্গীয় গৌরাঙ্গ চন্দ্র বিশ্বাস।
জনি বিশ্বাস বিগত ১০/১২ বছর যাবত ভৈরবে বসবাস করেন। তিনি একটি ওয়ার্কশপে কাজ করতেন। সোমবার গ্রামের বাড়িতে গিয়েছিলেন স্ত্রী-সন্তানদের নিয়ে। সেখান থেকে ফিরেন সন্ধ্যা নাগাদ। এরপর ভাইয়ের সাথে আর কথা হয়নি।
মঙ্গলবার বিকাল সাড়ে তিনটার দিকে এই ফ্ল্যাটের এক বাসিন্দা ফোন করে জানান, সকাল থেকে ওই বাসার দরজা বন্ধ। খবর পেয়ে তিনি এসে এই মর্মান্তিক ঘটনা জানেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে এই ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে আইন শৃংখলা বাহিনীর প্রতি আহ্বান জানান।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া জানান, খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্ত্রীকে ধারালো ছুরি দিয়ে এবং সন্তানদের শ্বাসরোধ করে হত্যার পর তিনি সিলিং ফ্যানের সাথে ঝুলে আত্মহত্যা করেছেন।
প্রাথমিক সুরৎহাল রিপোর্ট তৈরির পর লাশগুলি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। রিপোর্ট আসার পর প্রকৃত কারণ জানা যাবে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে পুলিশ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা