মো. রাকিব হোসেন, ভোলা: উদ্ভাবনী জয়োল্লাসে স্মার্ট বাংলাদেশ' প্রতিপাদ্যে ভোলায় শুরু হয়েছে দুই দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০২২।
বুধবার (১৬ নভেম্বর) বিকাল ০৪.০০ ঘটিকায় শহরের প্রাচীনতম বিদ্যাপীঠ ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয় (বাংলা স্কুল) মাঠে এ মেলার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে জনাব মো. তৌফিক-ই-লাহী চৌধুরী, জেলা প্রশাসক, ভোলা এবং গেস্ট অব অনার হিসেবে জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, ভোলা উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।
ডিজিটাল উদ্ভাবনী মেলায় ০৪টি প্যাভিলিয়নে সরকারি বিভিন্ন দপ্তরের ৩৩টি স্টল অংশগ্রহণ করেন। উদ্বোধন শেষে অতিথিবৃন্দ স্টল সমূহ পরিদর্শন করেন। পরে আলোচনা সভা ও জেলা শিল্পকলা একাডেমির আয়োজনে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।
গেস্ট অব ওনার এর বক্তব্যে পুলিশ সুপার বলেন, আজকে দেশের যে কোনো প্রান্ত থেকেই বাংলাদেশ পুলিশ এর ওয়েব সাইটে প্রবেশ করে প্রয়োজনীয় যে কোনো তথ্য জানা যায়, এটিই মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশের বাস্তবতা প্রমাণ করে।
জনাব বিবেক সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ভোলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব কে. এম. শফিকুজ্জামান, সিভিল সার্জন, ভোলা ও জনাব এ. এস. এম মুসা, নির্বাহী প্রকৌশলী, গণপূর্ত বিভাগ, ভোলা। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে জনাব এম হাবিবুর রহমান, সভাপতি, প্রেসক্লাব, ভোলা, অফিসার ইনচার্জ, ভোলা সদর মডেল থানা, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ, শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ সহ প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা