ভোলা প্রতিনিধি: জেলার চরফ্যাশন উপজেলায় আজ দুস্থ, অসহায়, স্বামী পরিত্যাক্তা, বিধবা মহিলাদের স্বাবলম্বীকরণে ক্ষুদ্র শিল্পের বিকাশ ও নতুন উদ্ভাবনী উদ্যোগ সৃষ্টি সংক্রান্ত এক উন্মুক্ত সেমিনার ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার দুপুর ১১ টায় স্থানীয় বজ্রগোপাল টাউন হলেউপজেলা প্রশাসন আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভোলার জেলা প্রশাসক মো. তৌফিক-ই-লাহী চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, পৌরসভার মেয়র মো. মোর্শেদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল মতিন খান প্রমুখ।
এছাড়া অনুষ্ঠানে শতাধিক সুবিধা বঞ্চিত অসহায় নারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা