রাকিব হোসেন, ভোলা: ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার ব্যবসায়ীক প্রাণ কেন্দ্র কুঞ্জেরহাট বাজারের তজুমদ্দিন রোডে আগুণে পুড়ে ৯টি দোকান ছাই। ক্ষয়ক্ষতি প্রায় ১ কোটি টাকা।
মঙ্গলবার রাত ১২টা ৩০ মিনিটে আজাদ বেডিং ষ্টোর থেকে আগুণের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে জানা যায়।
হাজী এন্টারপ্রাইজ এর সত্বাধিকারী হাফেজ মফিজুল হক জানান, আমার দোকানসহ মোট ৯টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতির পরিমাণ প্রায় দেড় কোটি টাকা। আমরা ঘর মালিক ও ব্যবসায়ীরা নিঃস্ব হয়ে পড়েছি। ক্ষয়ক্ষতির পরিমাণ হাজী এন্টারপ্রাইজ ২৮ লাখ, আজাদ বেডিং ষ্টোর ৩ লাখ, ঢাকা লেপ ঘর ৫ লাখ, ভাই ভাই জুয়েলার্স ৫ লাখ, মৌলভী ট্রেডার্স স্যানেটারী এন্ড টাইলর্স ২০ লাখ, মা জুয়েলার্স ১০ লাখ, তালুকদার এন্টারপ্রাইজ ও অ্যালমুনিয়াম ৩৫ লাখ, কাকলী ট্রেডার্স ১৫ লাখ ও নিরব মিয়ার এক লাখ টাকার ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস ভোলা জেলার উপসহকারী লিটন আহমেদ জানান, আমরা বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন উপজেলার ৫ ইউনিট ৩ ঘন্টা চেষ্টা করে আগুণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. জাব্বারুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা