মো. রাকিব হোসেন, ভোলা প্রতিনিধি: জলদস্যু,ডাকাত,চাঁদাবাজী,মাদক,বাল্যবিবাহ,মোবাইল ফোনের অপব্যবহার,কিশোর গ্যাং এবং যৌতুক বিরোধ সংক্রান্তে বিট পুলিশিং এবং কমিউনিটি পুলিশিং কর্মকর্তাদের সমন্বয়ে অপরাধ বিরোধী জনসংযোগ সভা অনুষ্ঠিত হয়েছে।
২৭শে নবেম্বর রোজ রবিবার , বোরহানউদ্দিন কাচিয়া ইউনিয়ন এর বৈদ্যেরপুল বাজারে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে
০৪ নং কাচিয়া ইউনিয়ন বিট পুলিশিং এর দায়িত্ব প্রাপ্ত এসআই মো. ছাদ্দাম হোসেনের সঞ্চালনায়, বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়ার সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো. জহুরুল ইসলাম হাওলাদার বলেন, বিট পুলিশিং কার্যক্রম নিয়ে সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। সর্বস্তরের মানুষের সার্বিক সহযোগিতা সব ধরনের অপরাধ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বিট পুলিশিং কার্যক্রম। পুলিশের সেবা আরও গতিশীল ও কার্যকরের লক্ষ্যে কাচিয়া ইউনিয়নের সকল অন্যায়, জুয়া, জ্বীন,ইয়াবা,নারীনির্য়াতন, কিশোর গ্যাং, নির্মূল করার জন্য প্রত্যকটি ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম শুরু হয়েছে। ফলে এলাকার অপরাধী এবং অপরাধের প্রকৃতি সম্পর্কে দ্রুত বিস্তারিত জানা যাবে। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উৎঘাটন করা যাবে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ বলেন, কাচিয়া ইউনিয়ন থেকে কি ভাবে সকল অন্যায় অপরাধ নির্মূল করা যায় সে ব্যাপারে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করিতেছি , কিছুদিনের আসাকরি কাচিয়া ইউনিয়ন থেকে সকল ধরনের অপরাধ নির্মল করবো ইনশাআল্লাহ ।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ০৪নং কাচিয়া ইউনিয়ন ০৮ নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মো. শাহিদ হাওলাদার, আরো উপস্থিত ছিলেন মো. ছাত্তার ডাক্তার,আরো উপস্থিত ছিলেন, সাংবাদিক বৃন্দ ও,কাচিয়া ইউনিয়ন পরিষদের অন্যান্য সদস্য ও গ্রাম পুলিশ সহ সাধারন জনগন উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা