ওয়াস কুরুনী খান মুকুল, মতলব উত্তর প্রতিনিধি: চলবো মোরা একসাথে জয় করবো মানবতাকে এই স্লোগানে চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ‘উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠন’ এর উদ্যোগে নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের বিশেষ বৃত্তি প্রদান প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, ২ মার্চ বৃহস্পতিবার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেনীতে পড়ুয়া দশ জন শিক্ষার্থীর এক বছরের বেতন 'উত্তর নিশ্চিন্তপুর কল্যাণনূলক সংগঠন' এর পক্ষ থেকে পরিশোধ করে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়। বিদ্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে প্রধান শিক্ষক আরিফ উল্লাহর হাতে সাতজনের বিশেষ বৃত্তি এক বছরের বেতন মোট ১৫ হাজার ৬০০ টাকা নগদ প্রদান করা হয়।
বিশেষভাবে উল্লেখ্য, ষষ্ঠ শ্রেণির উপবৃত্তি কার্যক্রম চলমান থাকায় তিন জনের এক বছরের বেতন যারা উপবৃত্তি পাবে না এমন তিনজনকে নির্বাচিত করে পরে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরিফ উল্লাহ, সাবেক মেম্বার বাবলু সিকদার, উত্তর নিশ্চিন্তপুর কল্যাণমূলক সংগঠনের সদস্যবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা