আল আমিন, ভালুকা (ময়মনসিংহ): ময়মনসিংহের গফরগাঁও উপজেলার লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আমিনকে (৫৪) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আব্দুল্লাহ আল আমিন লংগাইর ইউনিয়নের মাইজবাড়ি গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সন্ধ্যার পর ময়মনসিংহ নগরের গাঙ্গিনার পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাত সাড়ে নয়টার দিকে কোতোয়ালি মডেল থানায় তাকে হস্তান্তর করে র্যাব।
আবদুল্লাহ আল আমিন টানা দ্বিতীয়বারের মতো তিনি লংগাইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি ময়মনসিংহ শহরে বসবাস করতেন।
র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক মো. আলিমুজ্জামান বলেন, আব্দুল্লাহ আল আমিনের বিরুদ্ধে পাগলা থানায় বিস্ফোরক আইনসহ দুটি মামলা আছে। একটি মামলায় তিনি প্রধান আসামি এবং একটিতে ২২ নম্বর আসামি। তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা