আলমগীর হোসেন হিরু, (চাটখিল ও সোনাইমুড়ী) প্রতিনিধি: মহাত্মা গান্ধীর ৭৫তম প্রয়াণ দিবস নোয়াখালীর সোনাইমুড়ীতে গান্ধী আশ্রম ট্রাস্টে পালিত হয়েছে। এউপলক্ষ্যে এক সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা সোমবার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। গান্ধী আশ্রম ট্রাস্টের নির্বাহী পরিচালক রাহা নব কুমারের সঞ্চালনায় ও ট্রাস্টি বোর্ডের সভাপতি মেজর জেনারেল (অবঃ) জীবন কানাই দাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার শ্রী প্রণয় ভার্মা।
অন্যান্যের মধ্য উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি (অবঃ) এ.এইচ.এম শামসুদ্দিন চৌধুরী মানিক, নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহীম, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী আলহাজ্ব জাহাঙ্গীর আলম, নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, পুলিশ সুপার শহীদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তরা মহাত্মা গান্ধীর জীবন ও কর্মের উপর আলোচনা করেন। এসময় বক্তরা মহাত্মা গান্ধীর অহিংসা নীতিই তাকে বিশ্ববাসীর কাছে মানবতার প্রতীক হিসেবে প্রতিষ্ঠিত করেছেন বলে মন্তব্য করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা