পারভেজ আলম আদেল, স্টাফ রিপোর্টার: ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সরাইল কুট্টাপাড়া এলাকায় ঝোপের ভেতর থেকে ফুটফুটে এক নবজাতক কন্যা শিশুকে জীবিত উদ্ধার করেছে সরাইল থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে উদ্ধার করে শিশুটিকে চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সরাইল থানার ওসি মোঃ রফিকুল হাসান জানায় এ সময় শিশুটির বয়স একদিন।
শিশুটি সরাইল উপজেলা সমাজসেবা অধিদপ্তরের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে শিশুটি।
উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ পারভেজ আহমেদ বলেন, বাবা-মা কিংবা স্বজনদের না পাওয়া গেলে শিশুটি লালন পালনে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দত্তক বা সমাজসেবা অধিদপ্তর লালন পালনের সিদ্ধান্ত নেয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা