ওয়াসিম কবির, দিরাই (সুনামগঞ্জ): আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উপলক্ষে শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছেন রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও মর্নিং বার্ড প্রি- ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা ও এলকার সম্মানিত ব্যক্তিবর্গ।
বিভিন্ন প্ল্যাকার্ড, ব্যানেরে ৫২ উৎসাহিত লেখা ছাত্রছাত্রীরা নিয়ে আসে শহীদ মিনারে। শহীদ মিনারে এসে শ্রদ্ধাঞ্জলী ও পুষ্প অপর্ণ করেন এবং কোরআন তেলাওয়াত, গীতাপাঠ ও জাতীয় সংগীতের মাধ্যমে পতাকা উত্তোলন করেন প্রধান শিক্ষক।
১৯৫২ সালের মাতৃভাষা জন্য বাংলার দামাল ছেলেরা জীবন দিয়েছেন সালাম, বরকত, রফিক, জব্বারসহ আরও অনেকেই। তাদের আত্মা ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলা ভাষায় কথা বলার অধিকার। নতুন প্রজন্মকে উজ্জীবিত করার জন্য মাতৃভাষা তাৎপর্য ও গুরুত্ব সম্পর্কে বক্তব্য রাখেন রফিনগর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: ইসমাইল হোসেন, সভাপতি, মো: কায়কোবাদ তালুকদার, সহকারী শিক্ষক, জাহাঙ্গীর আলম, অমরেন্দ্র তালুকদার, প্রিতেশ তালুকদার, এবং মর্নিং বার্ড প্রি- ক্যাডেট স্কুল এন্ড মাদ্রাসা, সভাপতি মো: মহসিন কবির, প্রধান শিক্ষক, রুহুল আমিন, সহকারী প্রধান শিক্ষক ওয়াসিম কবির, কিবরিয়া তালুকদার, ওয়াকিব আহমেদ শুভ প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা