বাসুদেব রায়, ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলায় ডিমলা হাত বাড়ালেই পাওয়া যাচ্ছে মাদক এমন শিরোনামে বিভিন্ন অনলাইন ও প্রিন্ট পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের দুই ঘন্টার মধ্যেই ডিমলা থানা এলাকার (শীব মন্দির) পাড়া হতে দুই মাদক কারবারিকে গ্রেফতার করছে ডিমলা থানা পুলিশ।
পূর্ব প্রকাশিত রিপোর্টে উল্লেখিত থানা সংলগ্ন এলাকার (শিব মন্দির) পাড়া গ্রামের সফিয়ার রহমানের ছেলে মমিনুর রহমান (৩৩) ও মমিনুর রহমানের স্ত্রী লাভলি বেগম (২৮)-কে তাদের বাড়ি থেকে রাতে ০.৭৬ গ্রাম (১৬টি) হিরোইনের পুরিয়া ও মাদক বিক্রির কিছু নগদ টাকাসহ তাদের গ্রেফতার করে পুলিশ।
এ ব্যাপারে ডিমলা থানার (ওসি) দেবাশীষ রায় বলেন, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলার মাধ্যমে মঙ্গলবার নীলফামারী আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরো বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকের ৪/৫ টি মামলা আদালতে চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা