ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় মাদকদ্রব্য বিরোধী টাস্ট ফোর্সের অভিযানে প্রায় দুই লাখ টাকা মূল্যের ভারত থেকে অবৈধ পথে আসা ব্লেজার উদ্ধার করেছে।
ব্লেজার গুলো যাচাই-বাছাই শেষে আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে কাস্টমসের কাছে হস্তান্তর করা হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সার্কেল কার্যালয়ে সহকারী পরিচালক মিজানুর রহমান জানান, সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদের নেতৃত্বে মাদক উদ্ধারে টাস্ট ফোর্স জেলা শহরের দক্ষিণ পৈরতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় তথ্য অনুযায়ী তুবা লাইন বাসে তল্লাশি করে মালিকবিহীন ৩টি বড় বস্তা জব্দ করা হয়। বস্তা গুলো খোলে ব্লেজার পাওয়া যায়। পরে দীর্ঘ সময় যাচাই-বাছাই শেষে জানা যায়, ব্লেজার গুলো ভারত থেকে রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা হয়েছে। মঙ্গলবার সকালে কাস্টমস কর্তৃপক্ষের কাছে ৩টি বস্তায় ৭৫টি ব্লেজার হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা