মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে নার্সকে ধর্ষণের অভিযোগে একটি বেসরকারি হাসপাতালের মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাতে শিবচর থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শিবচর থানার ওসি রতন শেখ।
গ্রেপ্তার আপেল মাহমুদকে (৪০) শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার মৃত চানমিয়া শিকদারের ছেলে। তিনি শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক।
ওসি রতন শেখ বলেন, ভুক্তভোগী নার্স (সেবিকা) কয়েক বছর ধরে শিবচর ইউনাইটেড হসপিটালে চাকরি করতেন। কর্মরত থাকা অবস্থায় তাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগে গত ৭ মার্চ হাসপাতালের মালিকের বিরুদ্ধে মামলা করেছে ওই সেবিকার পরিবার।
পরে বৃহস্পতিবার রাতে শিবচর থানা পুলিশের এসআই রেনুকা আক্তার অভিযান চালিয়ে আপেল মাহমুদকে গ্রেপ্তার করেন।
শিবচর থানার ওসি রতন শেখ বলেন, আপেল মাহমুদের নামে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা