রকিবুজ্জামান, মাদারীপুর : মাদারীপুরের শিবচরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ের পাঁচ্চর এলাকায় বাস চাপায় আহমদ বেপারী(৭০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শিবচরের পাঁচ্চর এলাকার নাইম ফিলিং স্টেশন সংলগ্ন ঢাকামুখী লেনে দুর্ঘটনা ঘটে।
নিহত আহমদ বেপারী শিবচর উপজেলার বাহাদুরপুর বালাকান্দি এলাকার মৃত হোসেন বেপারীর ছেলে।
খবর পেয়ে শিবচর হাইওয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। তবে কি পরিবহনের চাপায় তিনি নিহত হয়েছেন তা সনাক্ত করা যায় নি।
শিবচর হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে পাঁচ্চর নাইম ফিলিং স্টেশনের সামনে এক্সপ্রেসওয়ে পাড় হচ্ছিলেন আহমদ বেপারী নামের ওই ব্যক্তি। এ সময় ঢাকাগামী একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) বলেন,'মহাসড়ক পাড় হতে গিয়ে ঢাকাগামী একটি পরিবহনের চাপায় ঘটনাস্থলেই একজন মারা যান। এ ব্যাপারে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে।'
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা