
প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৫, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ২০, ২০২৫, ৮:৫৯ অপরাহ্ণ
মাদারীপুরে কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার

মো.রিপন হাওলাদার, মাদারীপুর: মাদারীপুরে কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে মাদারীপুর সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব আলী শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব শেখের বড় ছেলে শাহ আলী বসবাসের জন্য নতুন ঘর তৈরির কাজ শুরু করেন। এজন্য বাড়ির পাশের জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খননের কাজ করছেন তিনি। বুধবার বিকেলে ওই মেশিনে ১৯ কেজি ওজনের কষ্টিপাথরের একটি বিষ্ণুমূর্তি উঠে আসে। পরে ইয়াকুব শেখের ছেলে শাহ আলী পাথর ধুয়ে ঘরে রেখে দেয়। খবর ছড়িয়ে পড়লে কষ্টিপাথর দেখার জন্য স্থানীয় লোকজন ইয়াকুবের বাড়িতে ভীড় করে। এই খবর পেয়ে পুলিশ রাতে মূর্তিটি উদ্ধার করে।
মাদারীপুর সদর মডেল থানার পুলিশের পরিদর্শক মাহমুদুল হাসান বলেন, খবর পেয়ে সদর উপজেলার দেবরাজ গ্রামের ইয়াকুব শেখের ঘর থেকে মূর্তিটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা