

মাদারীপুর প্রতিনিধি : কোটা সংস্কারের দাবিতে মাদারীপুর শহরে অবস্থান কর্মসূচি পালনের সময় পুলিশের ধাওয়া খেয়ে লেকে ঝাঁপ দিয়ে নিখোঁজ দুই শিক্ষার্থীর মধ্যে একজনের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার সকালে ঘটনার চার ঘণ্টা পর লেকে থেকে তাকে উদ্ধার করা হয়; তবে এখনো এক শিক্ষার্থী নিখোঁজ আছেন বলে জানান মাদারীপুর সদর থানার ওসি এ এইচ এম সালাউদ্দিন। তবে তাৎক্ষণিক তাদের নাম-পরিচয় জানা যায়নি।
কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা দেশজুড়ে ‘শাটডাউন’ কর্মসূচির অংশ হিসেবে সকালে শহরে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে পুলিশ সুপারের বাস ভবনের সামনে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময়ে পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের ধাওয়া খেয়ে আতঙ্কে দুই শিক্ষার্থীসহ বেশ কয়েকজন শকুনি লেকে ঝাঁপ দেয়।
সাঁতরে লেকের দক্ষিণ দিকে এগিয়ে যাওয়ার সময় ক্লান্ত হয়ে ওই দুই শিক্ষার্থী পানিতে তলিয়ে যায়। এ ছাড়া ঘটনাস্থল থেকে পাঁচ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল লেকে তল্লাশি চালিয়ে একজনের লাশ উদ্ধার করেছেন। অন্যজনকে উদ্ধারে তল্লাশি চলছে।
ওসি সালাউদ্দিন বলেন, নিহতের পরিচয় শনাক্তে কাজ চলছে। এছাড়া সকালে আন্দোলনকারী পাঁচ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে মঙ্গলবার সারা দেশে কোথাও কোথাও আন্দোলনকারী এবং সরকার দলীয় সংগঠন ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষের মধ্যে ছয়জন নিহত হন। সহিংসতা ছড়িয়ে পড়ায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কোটা সংস্কারের বিষয়ে সুপ্রিম কোর্টের রায়ের জন্য অপেক্ষা করার পরামর্শ দিয়ে তিনি বলেন, সহিংসতার জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করা হবে।
পরে রাত পৌনে ৮টার দিকে কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সংঘর্ষে খুনের দায়ে জড়িতদের বিচার ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাসের দাবিতে বৃহস্পতিবার সারা দেশে ‘কমপ্লিট শাটডাউন' কর্মসূচি ঘোষণা আসে আন্দোলনকারীদের পক্ষে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা