রিপন হাওলাদার, মাদারীপুর: মাদারীপুরের শিবচরে সেনাবাহিনীর মেজর পরিচয়ে বিকাশ ও নগদে প্রতারণার অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকাল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত শিবচর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- শিবচর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ডিসি রোড এলাকার ছিরু শেখের ছেলে জাহাঙ্গীর (৩৫), একই এলাকার শংকর মালোর ছেলে সীমান্ত মালো (২০) ও পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কুদ্দুস শিকদারের ছেলে কাওছার শিকদার (২১)।
শুক্রবার সন্ধ্যায় শিবচর থানায় এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো.আজমীর হোসেন।
তিনি বলেন, গত ১০ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে শিবচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হাতির বাগান মাঠ এলাকার নাসরিন আক্তার মায়ার (৩৮) মোবাইল নম্বরে মাসুদ নামে একজন নিজেকে সেনাবাহিনীর মেজর পরিচয় দিয়ে ফোন করে। এ সময় মোবাইলের অপর প্রান্ত থেকে বলে যে, হাতির বাগান মাঠের মোড়ে আপনাদের যে দোকান আছে সেটা সরকারি জায়গায় পড়েছে। সেই দোকানের টিনের সঙ্গে লেগে সেনাবাহিনীর গাড়ির সামনের গ্লাস ভেঙে গেছে। ওই গ্লাস মেরামতের জন্য টাকা দাবি করলে নাসরিন আক্তার মায়া বিভিন্ন সময়ে নগদের মাধ্যমে টাকা পাঠান।
এরপর আরও টাকা দাবি করলে ওই নারীর সন্দেহ হয়। তিনি সেনাবাহিনী ক্যাম্পে অভিযোগ করতে গেলে তারা শিবচর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেয়। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়।
সহকারী পুলিশ সুপার (শিবচর সার্কেল) মো. আজমীর হোসেন বলেন, গ্রেফতার আসামিদের মধ্যে টিম লিডার ভুয়া মেজর মাসুদ পরিচয় দানকারী আসামি জাহাঙ্গীর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।’
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা