মাদারীপুর প্রতিনিধি : মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে টেঁটাবিদ্ধ হয়েছেন এক ছাত্রলীগ নেতা। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার রাত ৮টার দিকে শহরের ইউআই স্কুল মাঠে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
টেঁটাবিদ্ধ ছাত্রলীগ নেতা তানজুল ইসলাম তায়েব হাওলাদার (২১) মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি ও কলেজ রোড এলাকার দুলাল হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানায়, আধিপত্য নিয়ে শহরের আমিরাবাদ এলাকার মুন্নার সঙ্গে কলেজ রোড এলাকার তায়েবের বিরোধ চলে আসছিল। ইউআই স্কুল মাঠে ফুটবল খেলা শেষে সন্ধ্যায় বিশ্রাম নিচ্ছিল তায়েব সমর্থকরা। এ সময় মুন্নার নেতৃত্বে তায়েবের লোকজনের ওপর রিফাত, আদনান, আশিকসহ বেশ কয়েকজন হামলা চালায়। এ খবর ছড়িয়ে পড়লে দুপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে মাদারীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি তায়েব হাওলাদার টেঁটাবিদ্ধ হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহত তায়েবকে প্রথমে উদ্ধার করে জেলা সদরের ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়।পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারীপুর সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান বলেন, দুপক্ষের সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় উত্তেজনা থাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা