সুমন আল-মামুন, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) : দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ, সাংগঠনিক দক্ষতা ও সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ প্রথম বারের মতো মানবাধিকার অ্যাওয়ার্ড গ্রহণ করবেন ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার জোড়াদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সাজেদুল রহমান রনি।
ঢাকায় বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে ‘বিগত সরকারের মানবাধিকার লংঘন ও বর্তমানে মানবাধিকার সংরক্ষণ’ শীর্ষক আলোচনা সভায় মানবাধিকার লিডারশিপ অ্যাওয়ার্ড প্রদান ও দুস্থদের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এই অর্জনে সাজেদুল রহমান রনি বলেন, শ্রম, মেধা ও সততার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার পাচ্ছি। এ প্রাপ্তিতে অত্যন্ত গর্ববোধ করছি। এছাড়া সংস্কৃতির প্রতি গভীর ভালোবাসা ও সম্মান থেকে এ ধরনের কাজের মাধ্যমে দেশের সংস্কৃতিকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার ইচ্ছে আছে। অর্থাৎ আমার সকল কাজই সমাজে শান্তি ও পজিটিভিটি ছড়িয়ে দেবার জন্য। আমার কাজের যথার্থ মূল্যায়ন দেবার জন্য আয়োজকদের ধন্যবাদ জানাই।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সুপ্রিম কোর্টের বিচারপতি আব্দুস সালাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের গঠনতন্ত্র সংস্কার কমিটির চেয়ারম্যান ড. মোহাম্মদ জকরিয়া।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা