যায়যায়কাল প্রতিবেদক: রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে '৩৬ জুলাই উদযাপন' অনুষ্ঠানে স্পিকারের তার থেকে আগুন লেগে ১০ জন আহত হয়েছেন।
মঙ্গলবার বিকেলে এ ঘটনা ঘটেছে।
এ ঘটনা ঘটার পর দুপুর ২টা ১৭ মিনিটে অনুষ্ঠান সঞ্চালক মাইক্রোফোনে সবাইকে শান্ত থাকার এবং স্পিকারের বক্স থেকে দূরে সরে যাওয়ার অনুরোধ জানান।
তিনি বলতে থাকেন, স্পিকারের তারে আগুন ধরে গেছে। আয়োজকরা বিষয়টি দেখুন।
তিনি উপস্থিত সবার উদ্দেশ্যে বলতে থাকেন, কয়েকটি বেলুনেও আগুন ধরে গেছে। দয়া করে সবাই শান্ত থাকুন। ভয়ের কিছু নেই।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আয়োজক ও স্বেচ্ছাসেবকেরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।
এ ঘটনায় কয়েকজন আহত হন এবং তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত আহতদের নাম জানা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফি আল ফারুক বলেন, 'অগ্নিনির্বাপক ইউনিট ঘটনাস্থলে ছিল এবং তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়েছে।'
আহতদের মধ্যে ১০ জনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা