মো. এরশাদ আলী, হাটহাজারী (চট্টগ্রাম): ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচারী শেখ হাসিনার পতন হয়েছে এবং বাংলাদেশের মানুষ দ্বিতীয় স্বাধীনতা লাভ করেছে। বাংলাদেশের ইতিহাসে এই প্রথম প্রধানমন্ত্রীসহ সকল সাংসদ দেশ ছেড়ে পালিয়েছে যা নজিরবিহীন- প্রধান অতিথির বক্তব্যে বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এসব কথা বলেন।
এতে সকাল থেকে বিভিন্ন ইউনিয়ন এবং পৌরসভার বিভিন্ন ওয়ার্ড থেকে খণ্ড খণ্ড মিছিল এসে হাটহাজারী উপজেলার বাসস্ট্যান্ডে জমায়েত হয়।
তিনি আরো বলেন, সীমাহীন দুর্নীতি করে এদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে। জনগণের বাকস্বাধীনতা কেড়ে নিয়েছে, মানুষের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
বিএনপি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা সকলে ঐক্যবদ্ধ থাকুন সামনে আমাদের আরো ইস্পাত কঠিন হয়ে দাঁড়াতে হবে। হাটহাজারীতে যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে সেদিকে লক্ষ রাখবেন।
তিনি দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আপনারা শান্তি শৃঙ্খলা বজায় রাখবেন কারণ বিএনপি গণমানুষের দল। এমন কিছু করবেন না যাতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। যদি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয় এমন কাজ করেছেন প্রমাণ পায় তাহলে আপনাদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটহাজারী উপজেলা বিএনপির আহবায়ক নূর মোহাম্মদ, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন ও হাটহাজারী পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম এর যৌথ সঞ্চালনায়, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন।
অবস্থান কর্মসূচি শেষে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল হাটহাজারী বাসস্ট্যান্ডে পপুলার সুপার মার্কেটের নিচ তলায় হাটহাজারী উপজেলা ও পৌরসভা বিএনপির কার্যালয় উদ্বোধন করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা