
প্রিন্ট এর তারিখঃ জুলাই ২১, ২০২৫, ৯:৩৩ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৯, ২০২৫, ৬:১৩ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে বায়োটেক সিনিয়র-জুনিয়রদের মিলন মেলা

সমাপ্তী খান, মাভাবিপ্রবি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং (বিজিই) বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে এক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিজিই গ্যালারিতে এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ এবং অনুষ্ঠানের সভাপতি ছিলেন বিজিই বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ. কে. এম. মহিউদ্দিন।
দিনব্যাপী আয়োজনে ছিল মতবিনিময় সভা, এলামনাইদের অভিজ্ঞতা শেয়ার, ক্যারিয়ার গাইডলাইন, ইন্টারেক্টিভ সেশন ও এলামনাই কনভেনর কমিটি গঠন। এছাড়া বিভাগের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অ্যালামনাইবৃন্দ স্মৃতিচারণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। অ্যালামনাইবৃন্দ বলেন, আজকের অনুষ্ঠান কেবলমাত্র একটি পুনর্মিলনী নয়, বরং শিক্ষা প্রতিষ্ঠান ও এর প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে একটি স্থায়ী যোগাযোগ গড়ে তোলার মঞ্চ হিসেবে কাজ করার কথা বলেন।
বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী নঈম উদ্দিন বলেন, "আজকের এই দিনটি আমাদের পুরোনো বন্ধনগুলোকে নতুন করে জোড়ার, স্মৃতিগুলোকে স্মরণ করার এবং বিভাগের উন্নয়নে একসাথে কাজ করার একটি চমৎকার সুযোগ। আমরা আমাদের শিক্ষকগণের প্রতি কৃতজ্ঞ, যাঁদের অবদান ছাড়া আজকের এই মুহূর্ত সম্ভব হতো না।"
দেশ-বিদেশে অবস্থানরত সাবেক শিক্ষার্থীরাও অনলাইন সংযোগের মাধ্যমে অংশ নেন এই মিলনমেলায়। উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই অনুষ্ঠানটি বায়োটেক পরিবারের মধ্যে একটি শক্তিশালী সংযোগের ভিত্তি স্থাপন করবে বলে উপস্থিত অ্যালামনাইবৃন্দ আশা প্রকাশ করেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা