
প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৬, ২০২৬, ২:৪৬ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২৯, ২০২৫, ৯:০৫ অপরাহ্ণ
মাভাবিপ্রবিতে ভাসানীর কবর জিয়ারত করলেন নাহিদ ইসলাম ও এনসিপি নেতা-কর্মীরা

সমাপ্তী খান, মাভাবিপ্রবি: জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর নেতৃবৃন্দ মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর কবর জিয়ারত করেছেন।
সোমবার রাতে টাঙ্গাইলের সন্তোষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) প্রাঙ্গণে অবস্থিত ভাসানীর মাজারে গিয়ে তাঁরা পুষ্পস্তবক অর্পণ করেন এবং ফাতেহা পাঠ করেন। পরে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “মাওলানা ভাসানী ছিলেন শ্রমিক ও মেহনতি মানুষের কণ্ঠস্বর। তিনি শুধু ব্রিটিশ উপনিবেশবাদের বিরুদ্ধেই নয়, পিন্ডি ও দিল্লির আধিপত্যবাদের বিরুদ্ধেও সংগ্রাম করেছেন।”
তিনি আরও বলেন, “মাওলানা ভাসানীর স্বপ্নের বাংলাদেশ গড়তে জাতীয় নাগরিক পার্টি কাজ করছে। বৈষম্যহীন সমাজ গড়াই আমাদের অঙ্গীকার, তাঁর আদর্শই আমাদের পথপ্রদর্শক।”
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাইফুল্লাহ হায়দার, আজাদ খান ভাসানী, টাঙ্গাইল জেলা সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল, মাভাবিপ্রবি শিক্ষার্থী ও জেলা-উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা