

মো. মনজুরুল ইসলাম, নাটোর: জমিজমা নিয়ে বিরোধের জেরে নাটোরের নলডাঙ্গা উপজেলায় মো. আবেদ আলী নামে এক পশু চিকিৎসককে পুড়িয়ে মারতে বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।
বুধবার দিবাগত রাত ৩ টার দিকে উপজেলার খাজুরা ইউনিয়নের চাঁদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় কৃষক মেরাজ, হয়রত আলী জানান, বুধবার রাত সাড়ে ৩টার দিকে হঠ্যৎ আবেদ আলীর বাড়িতে আগুন দেখতে পান। এসময় তাদের চিৎকারে স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করেন। এরপর রাত ৪ টার দিকে বাড়ির মালিক আবেদ আলী জরুরি সেবা ৯৯৯ নাম্বারে ফোন করলে থানায় অভিযোগ দিতে বলা হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় কয়েক ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। এতে বাড়িতে থাকা ৫ ঘরের সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এতে তার ৫/৬ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী জানান।
ভুক্তভোগী আবেদ আলী বলেন, আমার পৈত্রিক জমি দখল করতে এলে আদালতে মামলা দায়ের করি। মামলার পর থেকেই আমার চাচা মৃত মোবারক হোসেনের ছেলে রশিদুল ইসলাম লালু, রহিদুল ইসলাম ভাদো এবং শামীম, খোরশেদ, বাবু, রেজাউল ক্ষুদ্ধ হয়। এবং তারা আমাকে হত্যার জন্য পরিকল্পনা করে। আমি বাড়িতে আছি ভেবে রাতে তারা আমার বাড়িতে আগুন দেয়। আমিসহ আমার পরিবার অন্য জায়গাহ থাকায় প্রাণে বেঁচে যাই। বাড়িতে থাকা তিন ভরি স্বর্ণ, আসবাপত্র, চালসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি, দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে তাদের বিচার দাবি করছি।
এ বিষয়ে অভিযুক্ত রহিদুল ইসলাম ভাদো বলেন, জমিজমা নিয়ে আমাদের মধ্য বিরোধ চলছি। এ বিরোধে আমাদের পক্ষের একজনকে তারা খুন করে। সেই খুনের মামলা থেকে বাঁচতে তারা নিজেরাই তাদের বাড়িতে আগুন দিয়েছে। এসব সবকিছু মিথ্যা, আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি জানান।
নলডাঙ্গা থানার কর্মকর্তা ওসি মো. মনোয়ারুজ্জামান বলেন, এ বিষয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে এ কর্মকর্তা জানান।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা