নিজস্ব প্রতিবেদক:ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি ঢাকা'র সহ সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক, জনশক্তি কর্মসংস্থান প্রশিক্ষণ ব্যুরোর সাবেক মহাপরিচালক, নবীনগর উপজেলা কল্যাণ সমিতি ঢাকা'র সাবেক সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবর রহমান (৭৫) আজ রাত ৮.৪০ ( ১৬ এপ্রিল, ২০২৩ ইংরেজি) ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকায় বসবাসরত ব্রাহ্মণবাড়িয়াবাসীদের প্রাণের সংগঠন 'ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা'। আজ( ১৬ এপ্রিল, ২০২৩ ইংরেজি, রোজ, মঙ্গলবার) সংগঠনের পক্ষে শোক প্রকাশ করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি, ঢাকা-এর সভাপতি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি এবং সমিতির সাধারণ সম্পাদক মো. খলিলুর রহমান। শোক বার্তায় জাতির শ্রেষ্ঠ সন্তানের বিদেহী আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়। বীর মুক্তিযোদ্ধা মো. মাহবুবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। বিপত্নীক মো. মাহবুবুর রহমান মৃত্যুকালে তিনি প্রকৌশলী দুই ছেলে এবং এক ডাক্তার মেয়ে ছাড়া ও অসংখ্য আত্মীয় স্বজন,বন্ধুবান্ধব ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মো.মাহবুবুর রহমান কর্মজীবনের শুরুর পাশাপাশি আজীবন বিভিন্ন সামাজিক কার্যক্রমে জড়িত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা সমিতি প্রয়াত এই কর্মবীরের কৃতি কর্ম আজীবন শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে। মরহুমের নামাজ জানাজা বাদ ফজর গ্রীণ রোড জামে মসজিদে অনুষ্ঠিত হবে। ২য় জানাজা বাদ যোহর মরহুমের গ্রামের বাড়ী নুরজাহানপুরে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা