মো. সৈয়দুল ইসলাম
বছর ঘুরে এলো
মাহে রমজান,
সিয়াম সাধনায় করো
প্রভুর গুণগান।
কোরআন পড়ো সবে
দিনে আর রাতে,
হরফে হরফে নেকী
পাবে সাথে সাথে।
সিয়াম সাধনায়
থাকে মন ভালো,
চেহারায় ফুটে ওঠে
নূরেরী আলো।
নামাজ দরুদে যদি
থাকি মশগুল,
জীবনের পাপগুলো
হয়ে যাবে ফুল।
মাহে এই রমজানের
মাহাত্ম্য বুঝে,
মনে প্রাণে নেবো সবে
জান্নাত খুঁজে।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা