কাইয়ূম শরীফ, মুকসুদপুর: গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো ‘ভূমি মেলা।
রবিবার উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন করেন মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার।
জলিলপাড় ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী কর্মকর্তা রিমন বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া, পুরাতন মুকসুদপুর ভূমি অফিসের সহকারী কর্মকর্তা দেবাশীষ মন্ডল,উপজেলা ভূমি অফিসের পেশকার মনিরুজ্জামান, মুকসুদপুর সরকারি সাবির মিয়া জসীমউদ্দীন (এস,জে) মডেল উচ্চ বিদ্যালয় নবম শ্রেণীর শিক্ষার্থী মুবিন মুন্সী ও নবম শ্রেণীর শিক্ষার্থী মুসলিমা আক্তার তারিন প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলার সকল ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাগন,স্থানীয় সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ভূমি মেলার উদ্দেশ্য ছিল জনগণের মধ্যে ভূমি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি, ডিজিটাল ভূমি সেবা সম্পর্কে ধারণা দেয়া এবং ভূমি সংক্রান্ত জটিলতা কমানো।
অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী অফিসার তাসনিম আক্তার কুইজ প্রতিযোগিতায় বিদায়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
সম্পাদক ও প্রকাশক :মোঃ আলামিনুল হক,নিবার্হী সম্পাদক :আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল
যোগাযোগ :ফোনঃ +৮৮০২৫৭১৬০৭০০,মোবাইলঃ ০১৭১২৯৪১১১৬,Emails:jaijaikalcv@gmail.com
সম্পাদকীয় কার্যালয় : ১২০/এ, আর. এস. ভবন, ৩য় তলা, মতিঝিল, ঢাকা